ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ মাঘ ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

প্রাথমিকে কোটা বাতিলসহ ৫ দফা দাবি বেকারদের



প্রাথমিকে কোটা বাতিলসহ ৫ দফা দাবি বেকারদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ ৫ দফা দাবি জানিয়েছে অধিকার বঞ্চিত বেকার সমাজ।

রবিবার (২৯ জানুয়রি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ, ২০ শতাংশ পুরুষ কোটা প্রয়োগ করা হয়েছে। যেখানে ২০ শতাংশ বিজ্ঞান কোটাকে সামগ্রিকভাবে প্রয়োগ করা হয়েছে। কোটা বাতিলের পরিপত্র অবজ্ঞা করে কোটা প্রয়োগ করা হচ্ছে।

তারা আরও জানান, প্রাথমিকের মতো রেলওয়ের নিয়োগে ৮৫ শতাংশ কোটা প্রয়োগ করা হচ্ছে। অথচ উচ্চ আদালত কোটা বাতিল করে রুল জারি করে। আদালতের বিড়ম্বনা ও গাফিলতির সুযোগে কোটা বহাল রেখেই প্রাথমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা বাতিলসহ ৫ দফা দাবি জানাচ্ছি।

তাদের দাবিগুলো হলো- প্রাথমিকের বৈষম্যমূলক ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা; কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন; শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ; প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব কোটা সম্পূর্ণ বিলোপ এবং নিয়োগ পরীক্ষার মেধা তালিকার পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ।


   আরও সংবাদ