ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ মাঘ ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে ‘ফারাজ’ মুক্তির সিদ্ধান্ত নেবে মিনিস্ট্রি ও সেন্সর বোর্ড



বাংলাদেশে ‘ফারাজ’ মুক্তির সিদ্ধান্ত নেবে মিনিস্ট্রি ও সেন্সর বোর্ড

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মিনিস্ট্রি ও সেন্সর বোর্ড।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

সেই সঙ্গে সব ধরনের অনলাইন প্লাটফর্মে ভারতীয় সিনেমা ‘ফারাজ’ প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

গত ১২ ফেব্রুয়ারি ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোন সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হলি আর্টিজনের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।

ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে ছবি বানিয়েছেন মুম্বাইয়ের হংসল মেহতা। ছবিটি মুক্তি ৩ ফেব্রুযারি পায়। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।


   আরও সংবাদ