ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ মাঘ ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের আকাশে ঈদের চাঁদ



দেশের আকাশে ঈদের চাঁদ

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার (৭ মে) রাত ৯টা ২২ মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সালের পবিত্র জিলহজ মাস শুরু হবে। এ ছাড়া ১৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাসের প্রথম দিন। এই হিসাবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করে থাকেন।


   আরও সংবাদ