ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ মাঘ ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফোন ব্যবহার করেন না এই পপ-তারকা



ফোন ব্যবহার করেন না এই পপ-তারকা

ফোন ব্যবহার করেন না ব্রিটিশ পপ-তারকা এড শিরান। সম্প্রতি এক টক শো-তে জানিয়েছেন ফোন ব্যবহার না করার কারণ।

‘থেরাপাস’ টক শো-তে এড শিরান বলেন, ‘২০১৫ সাল থেকে ফোন নেই। আমার কোনো নম্বরও নেই। যখন প্রয়োজন হয়, তখন আমার টিম আমাকে কোনো একটি ফোন ব্যবহার করতে দেয়।’

এড শিরান বলেন, ‘১৫ বছর বয়সে খুব কম নম্বর ছিল ফোনে। যখন জনপ্রিয়তা পেলাম, দশ হাজার নম্বর হলো ফোনের কন্টাক্টে। মানুষ সারাক্ষণ মেসেজ পাঠানো শুরু করলো। সারাক্ষণই বহু মানুষের সাথে যোগাযোগে থাকতে হয়েছে আমার।’

সারাক্ষণ মেসেজের উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছিলেন গায়ক। বলেন, ‘মাঝে মাঝে মেসেজের উত্তর দেয়ার কথা মাথায় থাকে না, কোনো কাজে ব্যস্ত থাকা হয়। এরপর যখন উত্তর দেয়া হয়, তখন একবারে ৪০টি কনভারসেশন হয়ে যায়।’

এড শিরান বলেন, ‘ফোন নিয়ে ব্যস্ত থাকার কারণে বাস্তব জীবনের কথোপকথন হারিয়ে যাচ্ছিল। তাই ফোন ব্যবহার করা বাদ দিয়েছি। আইপ্যাড নিয়েছি। সব ইমেইলে নিয়ে নিয়েছি। সপ্তাহে একদিন মেইলের উত্তর দেই।’

সূত্র: এনডিটিভি


   আরও সংবাদ