মাসটা শোকের দুঃখে মরি মৃত্যু হলো পিতারকরলো মোদের পিতৃহারা লাভটা হলো কী তার?
বাঙ্গালী জাতীর নেতার বুকে ঘাতক দলের গুলি
বাসভবনের সাক্ষী সিঁড়ি বন্ধ পিতার বুলি!রক্ত মাখা সিঁড়ি আজও দুঃখে দেখি পাথর
শেখ পরিবার নয়তো শুধু দেশও শোকে কাঁতর!
রাত পোহালে নেই তো কারও দুঃখ শোনার ডাক
জাতির পিতার মৃত্যু হলো হৃদয় চতুর্ভাগ!ছোট্ট সোনা শেখ রাসেলও কবর পথিক সেদিন
ঘাতক সৈন্য দেয়নি রেহাই কু-জন্মা সব বেদিন!
পাখ পাখালির কান্না সেদিন মুর্ছনাতে সব
স্বদেশ কালো,থমকে গেলো বন্ধ কলরব।বিশ্ববাসীর শ্রদ্ধা তোমায় মরেও অমর তুমি
ছোট্ট খোকা মুজিব তোমায় ইচ্ছে মত চুমি!
শোকটা তবুও বুকের ভেতর উঠায় ব্যথার রেশ
তুমিই সেরা বঙ্গপিতা তুমিই হলে বেশ!বঙ্গভূমির সর্ব মনে স্বাধীনতার বাণী
প্রথম তুমি শুনিয়েছো বঙ্গ জাতী জানি
দেশ যতদিন থাকবে অমর ততদিনই মুজিব
গভীরভাবে সব স্মরণে তুমিই চিরঞ্জীব!পদ্মা, মেঘনা,যমুনা, গৌরনদী থাকবে বহমানবঙ্গপিতা থাকবে তুমি হয়ে চীর অম্লানআজো বাজে মোদের কানে স্বাধীনতার ডাকশোকের মাসে শ্রদ্ধা তোমায়, ভালবাসা ও সাথে থাক।শ্রদ্ধাঞ্জলী “””””””””””””””””
বঙ্গপিতা মুজিব “”””””””””””””””””””””””” সাংবাদিক বাবলু বাংলা

Attachments area