সুমন চৌধুরী: কাতারের নাজমা শহরে গাছের সাথে দঁড়ি পেঁছিয়ে আত্মত্যার চেষ্টাকালে আলামিন নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশী এবং তার বন্ধুদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
আলামিন এর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ৬নং ইউনিয়ন শোল্লা গ্রামের হানিফ মেম্বারদের বাড়ির খোরশেদ আলম এর ছেলে।
তার আশপাশের কয়েকজন এর সাথে কথা বলে জানা যায় যে, আলামিন এক বছর আগে তার মামার মাধ্যমে কাতারে আসে।করোনাকালীন সময়ে কাজ না থাকায় প্রায় একমাস যাবত মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। গতকাল দুপুরবেলা কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
তাকে গাছের সাথে দঁড়ি বাধতে দেখে সাইফুল ইসলামসহ তার কয়েকজন বন্ধু ছুটে আসে এবং তাকে সেখান থেকে উদ্ধার করেন। আলামিন এর আশপাশের কয়েকজন প্রবাসী এ নিয়ে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আলামিন এর মানসিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসার ব্যাবস্থা নেয়ার জন্য এবং তাকে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য।