প্রবাস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে স্পেনে মো. মাসুক আহমদ (৬০) নামে এক বাংলাদেশী মারা গেছেন। এ নিয়ে স্পেনে করোনাভাইরাসে ৬ জন প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় রবিবার (৪ অক্টোবর) সকালে মাদ্রিদের মনকোলা হাসপাতালে মারা যান তিনি।
মাসুক আহমদের বাড়ি সিলেট জেলার মোগলাবাজার থানার মোহাম্মেদপুর গ্রামে। দীর্ঘদিন ধরে মাদ্রিদে সপরিবারে বসবাস করছিলেন তিনি।
সোমবার মাদ্রিদের স্থানীয় গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দ।
এদিকে স্পেনে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে ৪৭ জনের সঙ্কটাপন্ন। তারা আইসিইউতে আছেন বলে জানা গেছে।