প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে গোলাম রহমান সেলিম (৪৬) ও আবুল কালাম আজাদ (৬৮) দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ১৩ নভেম্বর আবাসন ব্যবসায়ী গোলাম রহমান সেলিম করোনা আক্রান্ত হয়ে অ্যাস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রবাসী শিক্ষক আবুল কালাম আজাদ (৬৮) লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অ্যাস্টোরিয়ার লং আইল্যান্ড সিটি হাই স্কুলে শিক্ষকতার সুবাদে আজাদ সেই স্কুলে বাংলা ক্লাস চালুর পাশাপাশি কুইন্স কলেজেও বাংলা বিষয়ে শিক্ষকতা করেছেন।