প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে জহির উদ্দীন (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে ফ্রি স্টেট প্রদেশের ভেন্ডারভিলিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দীন নোয়াখালীর বজরা ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাংলাদেশী প্রবাসীরা জানান, রাতে একদল ডাকাত বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে। এসময় তারা জহির উদ্দীনকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।