আলমগীর হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি): লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী বলেন, বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। এখন চাহিদার চেয়ে উৎপাদন বেশি। তাই এখন আমরা মানসম্মত বিদ্যুৎ নিয়ে কাজ করছি। বুধবার (৬ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন নিয়ে একান্ত সাক্ষাতে নতুন প্রকৌশলী এমন মন্তব্য করেন।
মিঠু বিশ্বাস জানান, রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর পযন্ত ৩৩ হাজার ভোল্টের নতুন লাইন সংযোগ স্থাপন নির্মাণ কাজ চলছে। পৌর শহর এলাকায় পুরাতন বিদ্যুতের খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি সংযুক্ত করা হচ্ছে। এলটি ছোট লাইনের কাজ, এসটি বড় লাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ইতিপূর্বে কোনো আইসোলেটর ছিলো না। বর্তমানে আইসোলেটর সংযোগ করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের দেখা দিলে তাৎক্ষনিক সমস্যা সমাধান করা যাবে। এক লাইন বন্ধ রেখে অন্য লাইন চালু রাখা যাবে। পিন টাইপ ও ডিসটাইপ সংযোগে স্থাপন করে নির্মাণ কাজ চলছে। ডিসটাইপের মূল কাজ হচ্ছে ঠান্ডারিং হাত থেকে রক্ষা পাওয়া। ডাবল সার্কিটের কাজ হচ্ছে এক লাইন অপ রেখে অন্য লাইন চালু রাখা যায়। রামগঞ্জ- লক্ষ্মীপুর নতুন বিদ্যুতের লাইনের সংযোগের কাজ শেষ হলে এ সুবিধাটি পাওয়া যাবে।
তিনি আরো জানান, লক্ষ্মীপুর পিডিবির জনবল তীব্র সংকট, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নিম্মমান সহকারী মুদ্রাক্ষরিক, সহকারি হিসাব রক্ষক, উচ্চমান সহকারি ও ভান্ডার রক্ষক, গাড়ি চালকসহ মোট ২৭টি পদে জনবল শুন্যের কোটায়। নতুন কোন গাড়ি নেই। আবাসিক বাসা নেই। সকল সমস্যা নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষকে লিখিত আকারে চিঠি দেয়া হয়েছে।
নতুন বিদ্যুত সংযোগ পেতে ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, জমির মালিকানা সম্পত্তির দলিল, ভাড়াটিয়ার চুক্তিপত্র, বৈধ ইলেকট্রিকাল লাইসেন্সধারীর সাটিফিকেট, পূর্বে সংযোগ থাকলে বিলের ফটোকপি, বহুতল ভবনের ক্ষেত্রে অনুমোদিত নকশা সত্যায়িত কপি।
আবেদন ফি নতুন মিটারের জন্য এক ফেজ ১০০ টাকা, দুই ফেজ ২০০ টাকা, তিন ফেজ ৩০০ টাকা, এমটি এবং এইচটি ১ হাজার টাকা, ইএইচটি ২ হাজার টাকা, এলটি এক ফেজ ২৫০ টাকা, তিন ফেজ ৫০০ টাকা এমটি ১ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে সংযোগ পেতে পারবেন।
খুঁটি ও নতুন সংযোগ নিয়ে গ্রাহক হয়রানি করা হলে আমার অফিসের কোনো কর্মচারী কর্মকর্তা জড়িত থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
মিঠু বিশ্বাস ২০০৪ সালে চুয়েট বিশ্ববিদ্যালয়ে থেকে সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করেন। পরে ২০০৫ সালে চট্টগ্রাম জেলার পিডিবির নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। গত ১৮ (ডিসেম্বর ২০২০) তারিখে লক্ষ্মীপুর বিক্রয় বিতরণ বিভাগ বিউবোতে যোগদান করেন। ১ অক্টোবর ১৯৭৮ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রগুনার কদমতলী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে তিনি পরিবারের প্রথম সন্তান।