স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লিগে লিওনেল মেসির জোড়া গোলে জয় লাভ করেছে বার্সেলোনা। তিন মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলটাই শুধু স্বাগতিকদের তৃপ্তি দিয়েছে।
ঘরের মাঠে বাকিটা সময় বার্সেলোনার আধিপত্য দেখতে হয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। পেদ্রি গঞ্জালেস সমতায় ফেরাতে সময় নেননি।
দূর্ভাগ্য কাটিয়ে লিওনেল মেসি জোড়া গোল করেন। তার আগেই অবশ্য দুবার পোস্টে লেগে ফেরে তার শট। শেষ মিনিটে মানিয়েইন ব্যবধান কমান।
লিগে সাত ম্যাচ অপরাজিত বার্সেলোনা উঠে এসেছে তিনে।