আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:এনজিএস সিমেন্ট আয়োজিত লক্ষ্মীপুর বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে সিমেন্টের গুণগতমান ও ভবিষ্যত র্কমপরিকল্পনা তুলে ধরা মিট সভা অনুষ্টিত হয়েছে।গত বুধবার রাত ৯ ঘটিকার দিকে লক্ষ্মীপুর চাইনিজ রেস্টুরেন্ট রোজগার্ডেনে এ সভা অনুষ্টিত হয়।

এসময় এনজিএস সিমেন্টর লক্ষ্মীপুর জেলার সিনিয়র এক্সিকিউটিভ দ্বীপতনুর মজুমদারের সঞ্চালনায় নোয়াখালী জেলার ম্যানেজার তনয় সাহার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিএস সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং অফিসার প্রসূণ কুমার দাস বলেন,এনজিএস সিমেন্ট গুণগতমানে সেরা সিমেন্ট।কারখানার পাশাপাশি কাঁচামাল আমদানি ও সিমেন্ট সরবরাহে এনজিএস সিমেন্টের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। তাদের সমুদ্রগামী জাহাজ রয়েছে। নৌযান রয়েছে। বাল্ক ক্যারিয়ার দিয়ে তারা সিমেন্ট সরবরাহ করে।

২০০৫ সালে সারাদেশে এনজিএস সিমেন্ট আত্মপ্রকাশ করে।বহুতল ভবন নির্মাণে ,উচ্চশক্তি সম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে,পানির নিচে কংক্রিটের কাজ,ব্রিজ,কালভার্ট ও সেতু নির্মাণের কাজে এনজিএস সিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এনজিএস সিমেন্ট প্রকৌশলীদের সহযোগিতা পেলে আগামীতে দেশে সেরা সিমেন্ট হিসেবে স্বীকৃত পাবে।

এসময় বক্তব্য রাখেন ,এলিজিইডি নির্বাহী প্রকৌশলী মো:শাহ আলম পাটওয়ারী,সিনিয়র উপ-বিভাগীয় প্রকৌশলী মো:ফখরুল ইসলাম,পি,ডাবলিও,ডির নির্বাহী প্রকৌশলী মো:ফারজান আনোয়ার,রোডস এন্ড হাইওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো:মোজ্জাম্মেল হক,উপসহকারি প্রকৌশলী মো: আলা উদ্দিন, কাউসার আহম্মেদ , জেলা শিক্ষা অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো:এনামুল হক, উপ-সহপ্রকৌশলী প্রসনজিত বিশ্বাস,সবুজ মজুমদার,ডি,পি,ই উপসহকারী প্রকৌশলী, মো: নাসির উদ্দিন, মো: শামীম,সোহেল চন্দ্র দাস,লক্ষ্মীপুর পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো:আবুল বাশার, উপসহ প্রকৌশলী সিভিল মো:শামসুর আলম,সদর উপজেলা উপ সহ প্রকৌশলী নাজিমুল হক,রামগঞ্জ গণ স্বাস্থ্য সিভিল ইঞ্জিনিয়ার মো:সাইফুল ইসলাম ,আরো উপস্থিত ছিলেন জেলার এনজিএস সিমেন্টের ডিলার এ্যাড:শেখ জামান রিপন,চন্দ্রগঞ্জ ডিলার সাবির আহম্মসহ প্রমুখ।