আকিব ইমরান(রায়পুর-লক্ষ্মীপুর): পঞ্চম ধাপে রায়পুর পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছে রায়পুর পৌরসভার সাবেক সাবেক মেয়র এবিএম জিলানী।
শনিবার (৩০ জানুয়ারি) এ মনোয়ন চূড়ান্ত করে দলটি।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পড়েন জিলানি।বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির রায়পুর পৌর শাখার সভাপতি। এছাড়া তিনি রায়পুর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র।
উল্লেখ্য, রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে শফিকুল আলম আলমাস, কাজি মঞ্জুরুল আলম এবং ভিপি বেলায়েত হোসেনসহ একাধিক প্রার্থী মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।