আকিব ইমরানঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সংবাদ সম্মেলন করেছে রায়পুর পৌর আওয়ামিলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ। এ সময় তিনি বলেছেন নৌকার বিজয় নিশ্চিত করতে সবময় মাঠে থাকবে রায়পুর পৌর আওয়ামীলীগ।
বুধবার(৩ফেব্রুয়ারি) দুপুরে কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহর ব্যাক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
কাজী বাক্কী বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন সে প্রার্থীকে বিজয়ী করতে আমরা সব সময় মাঠে থাকবো। আগামি নির্বাচনে আওয়ামীলীগ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী থাকলেও প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছে তাকে সবাই সমর্থন করেছে। রায়পুর পৌর এবং উপজেলা আওয়ামীলীগ সবসময়ই কেন্দ্রের সিদ্ধান্তকে চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গন্য করে। মনোনয়ন নিয়ে কারো মনেই কোনো প্রকার দুঃখ নেই।
তিনি আরও বলেন, আমরা সবাইই আওয়ামী লীগ, কেউ কারো বিরুদ্ধে নয়। নৌকা মার্কার জয় নিশ্চিত করতে আমরা সর্বদা মাঠে কাজ করবো। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইবো। আমরা একটি সুষ্ঠ নির্বাচন আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত রায়পুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, পৌর আঃলীগের সদস্য আলমগীর হোসেন , সফিকুর রহমান খাঁন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।