লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :লক্ষ্মীপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে গোডাউন রোড বসির ভিলা এলাকাতে দলীয় পতাকা উত্তোলন এবং তাঁতীদলের সমাবেশের মধ্যদিয়ে এর আয়োজন করা হয় ।
এতে সভাপতিত্ব করেন জেলা তাঁতী দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী ও সমাবেশ পরিচালনা করেন তাঁতী দলের লক্ষ্মীপুর সদর পশ্চিম আহ্বায়ক ইউসুফ আলী, সদর পূর্ব যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়বাদীদল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সদর থানা বিএনপির সভাপতি মাইন উদ্দীন চৌধুরী রিয়াজ,তাঁতী দলের সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারী,পৌর তাঁতী দলের সভাপতি আল হারুন,সাধারণ সম্পাদক বাবুল পাঠান সহ জেলার ৫ উপজেলার তাঁতী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।