দেশখবর ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতির বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন কমিটির সদস্য সচিব ও ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। প্রধানমন্ত্রীর বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন বিশিষ্টজনেরা। করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানোর ওপর জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেও এবার মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে যাচ্ছেন না তিনি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে মাস্ক ছাড়া একজনও শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে পারবেন না। এছাড়া দল পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।