প্রেস বিজ্ঞপ্তি:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বন্ধু ব্লাড ডোনেট ক্লাব’র উদ্যোগে ২১নং টুমচর ইউনিয়ন পরিষদের সম্মুখে রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করেন টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন (লোলা) । উক্ত ক্যাম্পে সেবা প্রদান করেন ডাক্তার মনির আহমেদ ও ডাক্তার ইকবাল হোসাইন। এতে প্রায় দুইশতাধিক মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয় ও প্রায় দেড়শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্ধু ব্লাড ডোনার ক্লাব এর মুখপাত্র মোঃ ইসমাইল হোসেন রাসেল, সচিব মুহাম্মদ ফারবেজ হোসাইন, অর্থ সচিব মোঃ হুমায়ুন কবীর, তথ্য ও দফতর সচিব মোঃ কামাল উদ্দিন, মিডিয়া ও প্রযুক্তি সচিব রাকিব আহমেদ ও শরিফুল ইসলাম ফারাবী, সাইফুল ইসলাম, আব্দুল মাজীদ সহ বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের প্রমুখ স্বেচ্ছাসেবক বৃন্দ।বন্ধু প্রিয় সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেঘ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, অগ্রযাত্রা ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ নূর হোসেন ফাহাদ, সদস্য আবদুল মাজেদ।
উক্ত মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক চেয়ারম্যান নুরুল আমিন লোলা সাহেব সহ বন্ধু ব্লাড ডোনেট ক্লাবকে সার্বিক সহযোগীতা করেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ আলম।