রাকিব হোসেন: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে তাল গাছ প্রতিকে জনসংযোগ করছেন মিসেস ফাতেমা বেগম। “প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে কাজ করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মিসেস ফাতেমা বেগম করোনাকালীন জনগণের সাথে থেকে আপদে-বিপদে সহযোগীতা করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেন।
নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার উন্নয়ন কাজে মনোযেগী হওয়ার আশাবাদ ব্যাক্ত করে মিসেস ফাতেমা বেগম বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে বিশেষ করে আমি নারীদের পুনর্বাসিত করবো। যৌতুকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান থাকবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশা পোষণ করেন মিসেস ফাতেমা বেগম।
তিনি স্থানীয় জয়নাল আবেদীন বেপারি বাড়ির মোঃ ইসমাইল বেপারির সেজো ছেলে হাসেম রানার সহধর্মিণী।