ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ মাঘ ১৪৩১, ১০ রবিউল সানি ১৪৪৬

এসপিকে দেওয়া ঘুষের টাকা ফেরত চাইলেন এসআই



এসপিকে দেওয়া ঘুষের টাকা ফেরত চাইলেন এসআই

লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশ্রাফের কাছে ঘুষের টাকা ফেরত চাইলেন জেলার রায়পুর থানায় কর্মরত এসআই ফয়েজ সবুজ। মঙ্গলবার বিকালে এক ফেসবুক পোস্টে তিনি টাকা ফেরৎ চান। 

ফেসবুক পোস্টে ফয়েজ সবুজ লিখেন, লক্ষ্মীপুরের এসপি থাকা অবস্থায় আপনি আমার কাছ থেকে রায়পুর থানায় দিবেন বলে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। আমি খাগড়াছড়ি থেকে এসেছি, পকেট খালি, ধার নিয়ে দিয়েছি, এখনো সেই টাকা শোধ করতে পারিনি। 

আপনি কোথায় কর্মরত স্যার, আপনার টাকা উৎস কি, দুদক আপনাকে পায় না স্যার? লক্ষ্মীপুরের এসপি থাকা অবস্থায় স৯lবার থেকে ভালো থানায় দিবেন বলে টাকা নিয়েছেন বড় অংকের। টাকা না দিলে আমাদের ফাড়িতে অথবা খারাপ কোন যায়গায় দিয়েছেন। আমার টাকা দিয়ে দেন, আপনার কারণে মানুষের কাছে কালার হয়ে আমাদের এই অবস্থা। আমি বিচার চাই।


   আরও সংবাদ