ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদল নেতাদের বিরুদ্ধে পৌরসভার নগর উন্নয়ন কাজের ৩০ টন রড লুটের অভিযোগ পাওয়া গেছে। গত ৬ আগস্ট বিকাল ফরিদগঞ্জ পৌরসদরের ওয়াপদা মাঠে এই লুটপাটের ঘটনা ঘটে। এনিয়ে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের জনগণের জানমাল রক্ষায় ঢাল হিসাবে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেন। তবে চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের নেতাদের বিরুদ্ধে সেই নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে।
ফরিদগঞ্জে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগর উন্নয়ন প্রকল্পে বড় বাজেটের একটি নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজটির সাব কন্ট্রাকটার ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি। তিনি নির্মাণ কাজের জন্য প্রায় ৩০ রড ওয়াপদা মাঠে রাখেন। তবে গত ৬ আগস্ট বিকালে এসব রড ট্রাকে ভরে লুট করে নিয়ে যায় যুবদলের নেতাদের নির্দেশে কতিপয় দুর্বৃত্ত।
বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিল আমিন মিজি এ ঘটনার সঙ্গে জড়িত।
অভিযোগের বিষয়ে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আমিন মিজি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক না। তবে রড যে লুট করে নিয়ে গেছে তা সঠিক। এ ঘটনার সাথে ৮ নং ওয়ার্ডের ১৫ থেকে বিশ জনের একটা গ্রুপ জড়িত বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির গাজী বলেন, ‘যেদিন রডগুলো লুট হয়েছে সেদিন আমরা থানা রক্ষার দ্বায়িত্বে ছিলাম। দুবৃত্তের হাত থেকে থানাকে রক্ষা করার জন্য সারারাত পাহার দিয়েছি। এই রড লুটের সাথে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। আমি এই ঘটনা জানার পর ওপেন ঘোষণা দিয়েছি যারা এই কাজ করেছে তারা যেনো দ্রুত সরকারি রড ফেরৎ দিয়ে যায়। তা না হলে সেই রড তাদের পুট’’ দিয়ে ‘... দেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, ‘যেদিন সরকার পতন হয় সেদিন ইউএনও সাহেব আমাদেরকে ফোন দিয়েছিলেন। আমরা তখন থানা এবং উনার বাসভবন রক্ষার জন্য গিয়েছিলাম। সারারত ধরে থানা পাহারা দিয়েছি। ইএনওর বাসভবন পাহারা দিয়েছি। রড কে বা কারা নিয়েছে সে বিষয়ে আমি কিছউ জানি না।’
এদিকে গত ৯ আগস্ট (শুক্রবার) বিকেলে ফরিদগঞ্জ এলাকায় নৈরাজ্য, দখল-সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, পৌরসভা এলাকা থেকে রড লুটপাটের ঘটনা শুনে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা ফেরত দিতে নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি নেতাকর্মীদের সকল ধরনের অরাজকতা বন্ধের নির্দেশ প্রদান করেন।