ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ শ্রাবণ ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

উরুগুয়ের ৪ খেলোয়াড়কে নিষিদ্ধ করল ফিফা



উরুগুয়ের ৪ খেলোয়াড়কে নিষিদ্ধ করল ফিফা

উরুগুয়ের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তালিকায় রয়েছেন দেশটির ফুটবল সুপারস্টার এডিনসন কাভানি, ডিয়েগো গডিন, হোসে গিমেনেজ ও ফার্নান্দো মুসলেরা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অসদাচরণের কারণে তাদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত ২ ডিসেম্বর ২০২২ কাতার বিশ্বকাপের 'এইচ' গ্রুপের শেষ ম্যাচে আল জানোব স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হয় উরুগুয়ে। ওই ম্যাচে আফ্রিকার দলটিকে ২-০ গোলে হারায় উরুগুইয়ানরা। তবে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

সেই ম্যাচে আর ১ গোল পেলেই দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ থাকতো উরুগুয়ের। কিন্তু উরুগুইয়ানদের অভিযোগ, রেফারিদের কারণে বঞ্চিত হয় তারা। অনেক সিদ্ধান্ত তাদের পক্ষে আসেনি।

ম্যাচ শেষে রেফারি ড্যানিয়েল সিয়েবার্টকে ঘিরে ধরেন উরুগুয়ের খেলোয়াড়রা। তাকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। পরে মাঠের বাইরে রাখা ভিএআর মনিটর ঘুষি দিয়ে ফেলে দেন অভিজ্ঞ স্ট্রাইকার কাভানি।

এই ঘটনায় ডিফেন্ডার গিমিনেজ এবং গোলরক্ষক মুসলেরাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। আর ফরোয়ার্ড কাভানি এবং সেন্টার-ব্যাক গোডিনকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপে নীতি লঙ্ঘন করেছেন তারা।


   আরও সংবাদ