পুলিশের গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর এনডিটিভির।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে পুলিশের এক সাব ইনস্পেক্টর তাকে গুলি করে পালিয়ে যায়। রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধি চকের কাছে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি করেন সহকারী উপ-পরিদর্শক পর্যায়ের এক পুলিশ কর্মকর্তা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনা যারা দেখেছেন তারা জানান, ঘটনাস্থলে গাড়ি থেকে নামার সাথে সাথেই স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন ওই পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের পোশাকেই ছিলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ হওয়ার পর মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনার বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।