ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ শ্রাবণ ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

ছয় আসনে ভোট পড়েছে ১৫-২০ শতাংশ: সিইসি



ছয় আসনে ভোট পড়েছে ১৫-২০ শতাংশ: সিইসি

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে ভোট পড়ার হার ১৫ থেকে ২০ শতাংশ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

১ ফেব্রুয়ারি, বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তিনি জানান, ছয় আসনে ভোটকেন্দ্র ছিল ৮৬৭টি আর ভোট কক্ষ ছিল ৫ হাজার ৮৯৮টি। ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ছয়টি আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী তুলনামূলক কম ছিল। যা ২০ শতাংশের বেশি হবে না।

সিইসি বলেন, ভোটে উত্তাপ না থাকলেও শৃঙ্খলা ছিল। বড় কোনো অঘটন শুনিনি। আমরা সারাদিন গণমাধ্যমের মাধ্যমে খবর নিয়েছি। ব্রেকিং হবার মতো কোনো ঘটনা হয়নি। যতটুকু তা ভোট ফলাফলে কোনো ভূমিকা রাখবে না।

সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। কমিশন জানায়, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা না থাকলেও ৮৬৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাতজন সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শূন্য ঘোষণা করার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সংসদের মেয়াদ রয়েছে এক বছরেরও কম। কিন্তু উপনির্বাচন ঘিরে তৈরি হয়েছে জাতীয় রাজনীতির নানা মেরুকরণ। আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী দিলেও ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে (ইনু) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে।


   আরও সংবাদ