ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ শ্রাবণ ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

১১ নেতাকে বহিষ্কার করলো বিএনপি



১১ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

১ ফেব্রুয়ারি, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্টভাবে অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক মাইনুল হাসান তুষার, জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইয়াকুব, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি এনায়েত উল্লাহ, শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামসুল হক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাহসান ইসলাম স্বপন, সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক লোকমান, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য খাজা আহম্মদ সর্দার এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য নোয়াব মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।


   আরও সংবাদ