ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ শ্রাবণ ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক



বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। আগামী ৩ ফেব্রুয়ারি বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিল এবং ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যলয়ে সদস্য সচিব নুরুল হক নুরের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির এক জরুরি মিটিংয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়।

মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক, সরকার হঠাৎ করে বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধি করায় আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় "গণতন্ত্রের মুক্তির জন্য সংসদ অভিমুখে গণপদযাত্রা" কর্মসূচিটি স্থগিত করে একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ও হারিকেন মিছিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ মনে করেন, "সরকার নিজেদের লুটপাট অব্যাহত রেখে জনগণের পকেট কাটতেই বার বার বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম বাড়াচ্ছে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা না থাকায় সরকার বিইআরসিকে পাশ কাটিয়ে ইচ্ছেমতো জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে লুটপাট করতে অবৈধ সংসদকে ব্যবহার করে কালো আইনের মাধ্যমে নির্বাহী আদেশে বার বার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে। এমনকি বর্তমান সরকার ২০০৯-২০২৩ পর্যন্ত গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১২ বার ও পাইকারি পর্যায়ে ১১ বার দাম বাড়িয়েছে। কেবলমাত্র গত জানুয়ারি মাসেই দু'দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। এভাবে বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। তাই বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ও আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।

কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


   আরও সংবাদ