স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে বর্তমানে এক কোটি মানুষ নাকি মাদকাসক্ত। এটা একটি ভয়ংকর সংখ্যা। দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যেন পথ না হারায়। তারা যেন সর্বনাশা নেশায় সম্পৃক্ত না হয় সেজন্য মাদকের আগ্রাসন রুখতে আমরা কাজ করছি। মাদকের বিরুদ্ধে অভিযান চালানোসহ মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে এদিন সকাল ৮টায় রমনা পার্ক এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে মাদক একটি মারাত্বক সামাজিক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। পাশের যে দেশগুলো থেকে মাদক আসছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের অভিযোগের বিরুদ্ধে তারাও কাজ করছে।
ভৌগোলিক কারণে মাদক বলয় গোল্ডেন ক্রিসেন্ট ও গোল্ডেন ট্রায়াংগেলের পাশেই আমাদের অবস্থান। সেজন্য আমাদের দেশে এর প্রভাব খুব গুরুতরভাবে পড়ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কঠিন নজরদারি কার্যক্রম আমরা বৃদ্ধি করেছি। মাদকের ক্ষতি হ্রাসের জন্য চিকিৎসা পুনর্বাসন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। ২০২৪ সালের জুন পর্যন্ত ৩৩৮টি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের অনুকূলে লাইসেন্স দেওয়া হয়েছে।