ঢাকা, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ জৈষ্ঠ্য ১৪৩১, ৮ শাবান ১৪৪৬

ফরিদগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ



ফরিদগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজীর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী বিএনপির দপ্তর সেলে লিখিত অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে দলের ভাবমূর্তি নষ্ট এবং বর্তমানে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা দুশাসন ও ভীতিকর পরিবেশে কাজ করে আসছিলেন। তারা অভিযোগ করেন, হুমায়ুন কবির কাজী আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং তাদের নির্বাচনী প্রচারণায় দলের নেতাকর্মীদের অংশ নিতে বাধ্য করেছেন।

এছাড়া, তিনি সরকারি অনুদান, বিজিবি কার্ড, টিসিবি কার্ড এবং ১০ টাকার চালের কার্ড বিক্রি করে নেতাকর্মীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছেন। এমনকি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের কাছ থেকেও চাঁদা আদায় এবং পুকুরের মাছ লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, হুমায়ুন কবির কাজী তৃণমূল নেতাকর্মীদের হুমকি দিয়ে বলেন যে, তার কথা অমান্য করলে বিএনপিতে তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। তার ভয়ে অনেক নেতাকর্মী জামায়াতপন্থী হয়ে পড়ছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে। আমি কখনো কোনো অন্যায় কাজে জড়িত ছিলাম না।’

এদিকে অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রিয় দপ্তর থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ প্রমাণিত হলে দলের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ