‘রোড সেফটি ফাউন্ডেশনের সঙ্গে ‘বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে এ আলোচনা হয়। ‘রোড সেফটি ফাউন্ডেশন’ কাজ করছে সড়ক নিরাপত্তা নিয়ে, আর ‘বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড’ জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
সম্প্রতি রাজধানীতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এ আলোচনা সভা হয়। সংগঠনটির দাবি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষে আলোচনায় অংশ নেন সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান, রোড ট্রাফিক সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম-এ আইএসও ৩৯০০১ সনদপ্রাপ্ত ফেরদৌস খান, সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষে ছিলেন, প্রতিষ্ঠানটির সিএফও ও সিএও শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসিএ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সেফটি মেজর (অব.) মো. ইসমাইল ভূঁইয়া, সিনিয়র সহকারী ব্যবস্থাপক (সেফটি রাইডিং অ্যান্ড প্রমোশন) মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে সড়ক নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।