ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ মাঘ ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

কাজী সালাউদ্দিনের মাথা খারাপ হয়ে গেছে: পাপন



কাজী সালাউদ্দিনের মাথা খারাপ হয়ে গেছে: পাপন

'টাকার অভাবে' সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল ২০২৪ প্যারিস অলিম্পিক ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাই খেলতে পারেনি! আর সেই ঘটনার ব্যাখ্যা দিতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অহেতুক খোঁঁচা মেরে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। এমনকী বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে পাপনকে শুভেচ্ছা জানানো নিয়েও তিনি খোঁচা মারতে ছাড়েননি। এ বিষয়ে মুখ খুললেন পাপন। মজা করেই বললেন, সাংবাদিকরা টাকার হিসাব চাওয়ায় সালাউদ্দিনের মাথা খারাপ হয়ে গিয়েছিল!

গত ০৩ এপ্রিল সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেছিলেন, "মেয়েরা সাফল্য পেলে প্রধানমন্ত্রীসহ আর্মি চিফসহ সবাই সাহায্য করে থাকে। তিনি (প্রধানমন্ত্রী) ফুটবলেরও প্রিয়। সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, ‌'এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে।' আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাব। আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।"

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পর শুক্রবার মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়। জবাবে পাপন বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরি। আমি জানি না কেন বলেছে…। এটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। এটার সাথে এটার কী সম্পর্ক আমি জানি না।' তিনি মজা করে বলেন, 'মনে তো হয় সমস্যাটা আপনাদের (সাংবাদিকদের) নিয়েই। আপনারা এত বাজে প্রশ্ন করলেন…. “ওই টাকা দিয়ে কী করছেন….” এটা করলে তো যে কারোরই মাথা খারাপ হবে এটা স্বাভাবিক।'


   আরও সংবাদ