ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ শ্রাবণ ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী রাফায়েল



ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী রাফায়েল

ফুটবলের আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাফায়েল ভারান। ২৯ বছর বয়সেই ফুটবলের আন্তর্জাতিক আসরকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্ডার ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। খেলেছেন গত ডিসেম্বরে শেষ হওয়া কাতার বিশ্বকাপেও।

ফাইনালের পর ফ্রান্সের অধিনায়ক উগো লরিস অবসরের ঘোষণা দেন। দেড় মাস পর আজ আচমকাই ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। ফ্রান্স জাতীয় দলে ভারানের অভিষেক হয়েছিল ২০১৩ সালে। ৯ বছরের ক্যারিয়ারজুড়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি।

২০১৮ বিশ্বকাপের পর ২০২১ সালে জিতেছেন উয়েফা নেশনস লিগ। যদিও ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করার পথ খোলা ছিল ভারানের জন্য। কারণ বয়স এখনও ত্রিশের ঘরে যায়নি তার। খেলতে পারতেন আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপেও।

ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। রাফায়েল বলেছেন, ‘আমাদের মহান দেশটিকে এক দশক ধরে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের সেরা সম্মান। যতবারই নীল জার্সিটি পরেছি, আমি অসীম গর্ববোধ করেছি। বিষয়টি নিয়ে আমি কয়েক মাস ধরে ভেবেছি। সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার এটিই সঠিক সময়।’

১৯৯৮ সালে জিদানদের বিশ্বকাপ জয়ে অনুপ্রাণিত হওয়ার কথা স্মরণ করে ভারান লিখেছেন, ‘একজন শিশু হিসেবে আমার মনে পড়ে, ’৯৮–এর ফ্রান্স দল আর দলটির খেলোয়াড়েরা আমাদের বর্ণনাতীত অনুভূতির অভিজ্ঞতা দিয়েছিল। সেই নায়কদের মতো হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি।

এর ২০ বছর পর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাটি পেলাম, যেটা আমাকে সত্যিই গর্বিত করেছে। আমরা বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলাম। ওই সময়টা আমি কখনোই ভুলতে পারব না। ১৫ জুলাই ২০১৮—এই দিনটির প্রতিটি ক্ষুদ্র আবেগ এখনো আমি অনুভব করি, সেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’


   আরও সংবাদ