ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ মাঘ ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

যমুনা টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ১



যমুনা টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন হক ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টায় বাঘর এলাকা থেকে প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করে পুলিশ। আমির হোসেন বাবু রূপগঞ্জ ইছাপুরা কুমারটেক এলাকার ইয়ার উদ্দিন ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন তিনি।

আল আমিন হক বলেন, বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে আসলাম সরকার। জানতে পেরেছি হামলাকারী একজন সন্ত্রাসী। ভীড়ের মধ্যে গাড়ীর সাইড দেয়া নিয়ে তিনি হামলা করেন। এসময় সে আমাকে মেরে রক্তাক্ত করে ও সাথে থাকা ক্যামেরার উপরও হামলা করে।

এ ঘটনায় আল আমিন হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, মামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


   আরও সংবাদ