আরব আমিরাতে মাইটিভি দর্শক ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মাইটিভি দর্শক ফোরাম আরব আমিরাতের সভাপতি ইয়াকুব সুনিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী ও মাইটিভি আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাইটিভি শুধু দেশেই নয় প্রবাসেও আমার টিভি হিসেবে ইতিমধ্যে বহু জনপ্রিয়তা লাভ করেছে। অনুষ্ঠান শেষে মাই টিভির চেয়ারম্যান সহ সকল কলাকুশলীদের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইটিভি দর্শক ফোরামের উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর সিআইপি। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফ্লাতুন সিআইপি, মাহবুব আলম মানিক সিআইপি, দর্শক ফোরামের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার ওসমান, কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সাধারণ সম্পাদক প্রকৌশলী নাসের রেজা খান, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মাই টিভি দর্শক ফোরামের সহ-সভাপতি শেফালি আকতার আখী, প্রকৌশলী মাহে আলম, মোঃ রিয়াদ হোসেন, মোঃ জাফর উল্লাহ মাতাব্বর, মোঃ কবির হোসেন, এস এ টিভি আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, সময় টিভির আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, একুশে টিভি আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আর টিভি আরব আমিরাত প্রতিনিধি হাসান হৃদয়, নিউজ ২৪ আরব আমিরাত প্রতিনিধি আব্দুল আলীম সাইফুল, এস এন টিভি আরব আমিরাত প্রতিনিধি মামুন মাহী, কে টিভি প্রতিনিধি মোঃ সুমন, বরিশাল বিভাগীয় কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আফতাব রোমান, মোঃ রিপন তালুকদার, দর্শক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী মোল্লা, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, নীল রতন দাস, আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবল হক, সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ জয়, অর্থ সম্পাদক আল মামুন আজাদ, সহ-অর্থ সম্পাদক সালাউদ্দিন রনি, দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহমুদ আলম সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমরান হক, সাংস্কৃতিক সম্পাদক জাবেদ আহমেদ মাসুম, ক্রীড়া সম্পাদক ওমর আল মোহাম্মদ জয়, আপ্যায়ন সম্পাদক রিয়াজুল ইসলাম টুটুল, সহ-আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান সহ দর্শক ফোরামের নেতৃবৃন্দরা।