ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ জৈষ্ঠ্য ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

বিজিআইসি’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


⬇ Photo Card

বিজিআইসি’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ১৮ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন- কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বীমা কোম্পানী বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি) ২০২১ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা মূলধনের উপর ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

অন্যান্যদের মধ্যে কোম্পানীর ভাইস-চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মুস্তাফা জামান আব্বাসী, পাবলিক ডাইরেক্টর মো. শাকিল রিজভী, মনোনীত ডাইরেক্টর পিমা ইমাম, মনোনীত ডাইরেক্টর অরুনাংশু দত্ত, মনোনীত ডাইরেক্টর এম মনজুর মাহমুদসহ ফিনান্সিয়াল কনসালটেন্ট এ জেড চৌধুরী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ।


   আরও সংবাদ