ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২০ মহররম ১৪৪৬

ইমরান খানকে গ্রেপ্তারে বাসায় অভিযান



ইমরান খানকে গ্রেপ্তারে বাসায় অভিযান

আলোচিত তোষাখানা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ। বোরবার লাহোরের জামান পার্কে অবস্থিত তার বাসভবন ঘিরে ফেলে ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ।

এ সময় পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নেতাকর্মী সমবেত হয়। তারা প্রতিবাদ বিক্ষোভ করতে থাকে। এসময় ইমরান খানকে গ্রেপ্তার করা হলে গণআন্দোলনের হুমকি দেয়া হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার নয়, আদালত দিয়েছে।

ইসলামাবাদ পুলিশ টুইট বার্তায় জানিছে, লাহোর পুলিশ ইমরানকে গ্রেপ্তারের অভিযান চালিয়েছে। কিন্তু পুলিশ সুপার ইমরানের ঘরে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি চারটি মামলায় ভিন্ন ভিন্ন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল ইমরান খানের। সমর্থকদের নিয়ে তিনটি আদালতে উপস্থিত হন তিনি। তবে তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদ আদালত। সূত্র: ডন


   আরও সংবাদ