কম্বাইন্ড ফ্যাশন এমব্রয়ডারি অ্যান্ড অ্যাকসেসরিজ ‘ওয়ার্ল্ড বিজ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। বিশ্বের ১৩৫টি দেশের মধ্যে থেকে তাদের কাজের গুণগত মান এবং অন্যান্য মানদণ্ডে নিখুঁত পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩০০০-এরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র কম্পাইন্ড ফ্যাশনই এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস (WORLDCOB) একটি আন্তর্জাতিক সংস্থা। টেক্সাসের হিউস্টনে অবস্থিত সংস্থাটি প্রতি বছর মর্যাদাপূর্ণ বিজ পুরস্কার প্রদান করে। এই প্রতিষ্ঠানের সদস্য রয়েছে ১৩৫ টিরও বেশি দেশে। এর সদস্য সংখ্যা ৩ হাজার ৫শরও বেশি।
এ বছর কম্বাইন্ড ফ্যাশনের সিইও মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বাংলাদেশ থেকে কম্বাইন্ড ফ্যাশনস এমব্রয়ডারি অ্যান্ড অ্যাকসেসরিজ বিজয়ী হয়েছে। যেসব দিক বিবেচনা করে পুরস্কার দেয়া হয় তারমধ্যে অন্যতম হলো, গুণমান, উদ্ভাবন এবং ব্যবসায়ীক পরিবেশ অন্যতম।
এ বিষয়ে কম্বাইন্ড ফ্যাশনের সিইও মোহাম্মদ ইসমাইল বলেন, আমরা সবসময় চেয়েছি আমাদের কাজের গুণগত মান ঠিক রেখে নতুন নতুন উদ্ভাবন এবং ব্যবসায়ীক পরিবেশ ঠিক রাখতে। যার ফলাফল আন্তর্জাতিক পুরস্কার অর্জন।