বিয়ে মানুষের ব্যাক্তিগত বিষয়। শারিরীক ও অর্থনৈতিক সামর্থ থাকলে একাধিক বিয়ে করার বিধান রয়েছে। সামর্থ থাকলে আপনিও সুযোগটা নিতে পারেন। এতে নিষেধাজ্ঞা নেই। চিত্র তারকাদের বিষয় আরও আলাদা। একাধিক বিয়ে প্রচলন বহু আগে থেকেই। চলচিত্রে এটা আরও স্বাভাবিক বিষয়।
দেখে নেই কে কয়টি বিয়ে করেছেন:
কবরী ৩ বিয়ে করেছেন , ২ বিয়ে করেছেন আলমগীর, জসীম ২ বিয়ে, সুচরিতা ২ বিয়ে, সুচন্দা ২ বিয়ে, রুনা লায়লা ৩ বিয়ে, সাবিনা ইয়াসমিন ২ বিয়ে, ইলিয়াস কাঞ্চন ২ বিয়ে, দিতি ৩ বিয়ে , অপূর্ব ৩ বিয়ে, পূর্ণিমা ২ বিয়ে, শাকিল খান ৩ বিয়ে, রোজী আফসারী ২ বিয়ে, শখ ২ বিয়ে করেছেন, নিলয় ২ বিয়ে, আরিফিন রুমি ৩ বিয়ে, সালমা ২ বিয়ে, মমতাজ ৩ বিয়ে, সামিনা চৌধুরী ২ বিয়ে, বাপ্পা মজুমদার ২ বিয়ে, রাজিব ২ বিয়ে, প্রভা ২ বিয়ে, বিজরী বরকতউল্লাহ ২ বিয়ে, অপি করিম ২ বিয়ে, অনন্ত জলিল ৩ বিয়ে, ন্যান্সি ৩ বিয়ে, ডলি সায়ন্তনী ২ বিয়ে, পরীমণি ৪ বিয়ে, মাহিয়া মাহি ২ বিয়ে, মিলা ২ বিয়ে, সুবর্ণা মোস্তাফা ২ বিয়ে।
এরপরও বিয়ের হিসেব কম-বেশি হতে পারে। বিষয়টা অন্যখানে। বিয়ে করে ভালো কথা। এতো বিচ্ছেদ কেন? বিয়ে করে লুকিয়ে রেখে বাচ্চা বড় করা হচ্ছে কেন? সন্তানের জন্য এটা এক ধরনের অপমানজনক। শিশুকে বিষন্নতায় ফেলবে। কেউ সন্তানের কথা ভাবে না। সবাই শুধু নিজের কথাই ভাবে। এটা একটা কাপুরুষের লক্ষণ। এখান থেকে তারকাদের বেরিয়ে আসতে হবে।