ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ মাঘ ১৪৩১, ১০ রবিউল সানি ১৪৪৬

'আমি মানসিকভাবে ভেঙে পড়েছি'



'আমি মানসিকভাবে ভেঙে পড়েছি'

ভিডিওনির্ভর সামাজিকমাধ্যম টিকটকে নিজের নামে একাধিক ভুয়া আইডি চালু হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আর এসব ভুয়া আইডিকে টিকটক থেকে চিরতরে মুছে ফেলার জন্য শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড আইডিতে কিছু ‘ভুয়া টিকটক অ্যাকাউন্ট’-এর স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন— ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে আমার নাম করে যেসব টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তা হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব— আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

সহকর্মীদের প্রতিও একই অনুরোধ করে প্রভা লিখেছেন, ‘আমার যত বন্ধু ও কলিগস আছে, তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদের আমি অনুরোধ করব— তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’

পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটি আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমার উদ্দেশ্য কখনই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’


   আরও সংবাদ