ঢাকা, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

এনসিপি নেতা শিশিরের আবেদনে নাঙ্গলকোট পৌরসভায় বিশেষ বরাদ্ধ



এনসিপি নেতা শিশিরের আবেদনে নাঙ্গলকোট পৌরসভায় বিশেষ বরাদ্ধ

এমন তথ্য জানানিয়ে ফেসবুক পোস্টে দলটির এই নেতা লিখেন আলহামদুলিল্লাহ।দীর্ঘদিন অবহেলিত নাঙ্গলকোট পৌরসভার জন্য আমার করা 'বিশেষ বরাদ্দের' আবেদনটি পাস হয়েছে। একই সঙ্গে লালমাই উপজেলার উন্নয়নের জন্যও বরাদ্দ চেয়ে আবেদন করেছি।

তিনি জানান, এর আগে প্রথম ধাপে এলাকার ৩৩টি মসজিদ ও মন্দিরে অনুদান নিশ্চিত করা হয়েছে। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে পুরো অঞ্চলের প্রায় ২০০টি মসজিদ ও মন্দিরে এই সহায়তা পৌঁছাবে।আল্লাহ পাক যেন আমাকে জন্মস্থান, দেশ ও মানুষের খেদমতে কবুল করেন এবং ন্যায়-ইনসাফের পথে অবিচল থাকার তাওফিক দান করেন।


   আরও সংবাদ