রাজধানীতে মদ-হেরোইন এবং অন্যান্য মাদকসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গত ২৪ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ১৬৩৫৯ পিস ইয়াবা বড়ি, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩ টি মামলা করা হয়েছে।