ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ মাঘ ১৪৩১, ১০ রবিউল সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ট্যাক্সি সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত



যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ট্যাক্সি সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস .এম .হক, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) আপার ডার্বী আল মদিনা মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বর্তমান কার্যকরী কমিটির সকল সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, উপদেষ্টা, অডিটর, নির্বাচন কমিশনার। এছাড়াও উপস্থিত ছিলেন, পেনসিলভানিয়ার বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবন্দসহ  পাশ্ববর্তী শহর আপারডাবী, নর্থইষ্ট, সেন্টার সিটি, বেনসালাম, ল্যান্সডেল এবং নিউজার্সি থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, আপার ডার্বী আল মদিনা মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ রায়হানুল হক চৌধুরী।

প্রায় চার শতাধিক মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিলে বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের উপস্থিতি  ছিলো চোখে পড়ার মতো। 

অনুষ্ঠানে কমিটির সভাপতি আজম মাহাবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মুনছুর আলী মিঠু বিটিএসপির সম্মানিত সদস্যসহ এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে ইফতারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরো সুন্দর এবং বড় পরিসরে বিটিএসপির ইফতার আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


   আরও সংবাদ